যোগাযোগ ব্যবস্থা

যোগাযোগ ব্যবস্থা শৌলমারী ইউনিয়নের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার মধ্যে দিয়ে চল আসছে। এখানে পাকা রাস্তা ৬ কিমি. কাচা রাস্তা ৬০ কিমি. । ১।রৌমারী উপজেলা সদর থানামোড় হতে উত্তরে ৪কি:মি: পাকা রাস্তা বড়াই কান্দী বাজার প্রযন্ত নছিমন( ভটভটি), রিক্স্যা, ভ্যান জোগে জন প্রতি ১০টাকা। ২। বড়াই কান্দী বাজারে উত্তরে তালেব মোড় হতে পূর্ব দিকে কাচা রাস্তা বোয়ালমারী , চেংটা পাড়া, ডাঙ্গুয়া পাড়া , নতুন শৌলমারী , চরের গ্রাম , চর বোয়ালমারী এখানে নিয়মিত ভাবে কোন গাড়ি চলা-চল করে না তবে প্রয়োজনে ভ্যান গাড়ি পাওয়া যায় বড়াই কান্দী বাজার হতে জন প্রতি ভাড়া(২০-৬০) টাকা । ৩। বড়াই কান্দী বাজার হতে দক্ষিনে জন প্রতি ৫টাকা ভাড়া পাকা রাস্তা মাঠের ভিটা হতে উত্তরে ডাচবাংলা ব্রিজ হতে কাচা রাস্তা চৎলাকান্দা , গয়টা পাড়া , শৌলমারী, হাপাতি কান্দা , নাউবাড়ি , ফকির পাড়া , সবুজ পাড়া , কলমের চর , বেহুলার চর মোল্লার চর। নিয়মিত ভাবে কোন গাড়ি চলা-চল করেনা তবে প্রয়োজনে ভ্যান গাড়ি পাওয়া যায় বড়াই কান্দী বাজার হতে জন প্রতি ভাড়া(২০-৬০) টাকা । ৪। মাঠির ভিটা হতে পশ্চিমে কাচা রাস্তা টালুয়ার চর , ঝুনকির চর। এখানেও নিয়মিত ভাবে কোন গাড়ি চলা-চল করেনা তবে প্রয়োজনে ভ্যান গাড়ি পাওয়া যায় বড়াই কান্দী বাজার হতে জন প্রতি ভাড়া(২০-৪০) টাকা ।