ভাষা ও সংস্কৃতি

আমাদের রৌমারী উপজেলায় ব্যপক ভাষাগত সাংস্কৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে। তারি অংশ হিসাবে শৌলমারী ইউনিয়নে ও এর ছোয়া লাগে। আমাদের ইউনিয়নে ২প্রকার ভাষা-ভাষির লোক বাসকরে। এক জতি উত্তর অঞ্চল হতে আসায় এদেরকে বলা হয় উজান জাতি।উজান জাতির মধ্যে হলো-ডাঙ্গুয়া পাড়া , চেংটা পাড়া , মাঝি পাড়া , পুড়ার চর , বাতার গ্রাম, বড়াইকান্দী , বোয়ালমারী , চরের গ্রাম , নতুন শৌলমারী , ওকড়া কান্দা , বাউশমারী , চৎলাকান্দা , শৌলমারী , হাপাতিকান্দা , ফকির পাড়া , সবুজ পাড়া , নউবাড়ি। আর অপর জাতি দক্ষিণ অঞ্চল হতে আসায় এদেরকে বলা হয় ভাটিয়া জাতি। ভাটিয়াদের মধ্যে হলো- চর বোয়ালমারী , গয়টা পাড়া , কলমের চর , বেহুলার চর , মোল্লার চর, টালুয়ার চর , ঝুনকির চর। এ দু-জাতির মধ্যে ভাষা ও খাবার-দাবারে অনেক পার্থক্য হয়। আজ হতে ২০ বছর আগে এ দুই জাতির মধ্যে কোন আত্মিয় গড়তো না। তবে এখন চলছে এবং উভয়ে মিলে মিশে বাসকরছে।